• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চোখের অসুখে স্টেরয়েড ব্যবহার

আজকের খুলনা

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

মানবদেহে চোখ খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। বিভিন্ন কারণে বিশেষ এ অঙ্গটি অসুস্থ হয়ে পড়ে। চোখের অসুখের চিকিৎসায় steroid একটি গুরুত্বপূর্ণ ওষুধ। তবে রোগের অবস্থা বুঝেই সঠিক মাত্রার ওষুধ প্রয়োগ অপরিহার্য। দীর্ঘমেয়াদি চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে চোখের প্রেসার ও optic nurve-এর অবস্থা পরীক্ষা করতে হবে। নইলে চোখের প্রেসার বেড়ে গ্লুকোমার কারণে ক্রমে optic nurve ক্ষয় হয়ে অন্ধত্বের কারণ হতে পারে।

ছোট সমস্যা দূর করতে না করতেই বড় সমস্যার সৃষ্টি হতে পারে। চোখ লাল হলে সাধারণত অনেক সময় চিকিৎসকরা steroid drop দিয়ে থাকেন। মনে রাখতে হবে, কর্ণিয়ার অবস্থা সিøট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা না করে steroid drop দেওয়া মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কারণ কর্নিয়ার abration বা ulcer, যা অনেক সময় টর্স লাইট দিয়ে খালি চোখে বোঝা যায় না। কিন্তু চোখ লাল থাকে। এ অবস্থায় steroid drop ব্যবহার করলে কর্নিয়া ছিদ্র হয়ে স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে।

চোখের অ্যালার্জির কারণে সাধারণত চিকিৎসকরা ঝঃবৎড়রফ প্রায়ই রোগীকে ব্যবহারের নির্দেশনা দিয়ে থাকেন। এসব ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পর অল্প বয়সী রোগীর ক্ষেত্রেও ছানি ও গ্লুকোমা রোগের জটিলতা দেখা দিতে পারে। আসুন, steroid-এর ব্যবহারে সচেতন হই এবং চক্ষুবিশেষজ্ঞের নির্দেশনা মেনে চলি।

আজকের খুলনা
আজকের খুলনা