• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চুয়াডাঙ্গায় পুকুরে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

চুয়াডাঙ্গার সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের একটি পুকুর থেকে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে জেলেদের জালে। 

আজ সকালে ওই গ্রামের হাফিজুল ইসলামের পুকুর থেকে মাছটি ধরা পড়ে। 

পুকুর মালিক হাফিজুল ইসলাম জানান, সকালে জেলেরা তার পুকুরে মাছ ধরতে শুরু করে। এসময় জেলেদের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এই মাছটি। মাছটির পুরো শরীর শক্ত কাটায় আবৃত। 

স্থানীয়রা জানান, এর আগে এমন ধরনের মাছ কেউ দেখেনি। হঠাৎ এমন মাছের দেখা পাওয়ায় কৌতুহল সৃষ্টি হয়েছে তাদের মধ্যে।

তিতুদহ ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ড মেম্বর আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, জেলেদের জালে ধরা পড়া মাছটি এখনো বেঁচে আছে। মাছের নাম জানার জন্য অনুসন্ধান চালানো হচ্ছে।

মাছটি বর্তমানে হাফিজুলের বাড়িতেই রয়েছে। বিরল প্রজাতির মাছটি দেখতে গ্রামবাসী ওই বাড়িতে ভিড় করছেন।

আজকের খুলনা
আজকের খুলনা