• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চীনে আটকে পড়াদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় চীনের উহানের আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে প্রয়োজনে বিমানে বিশেষ ফ্লাইট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে চীন সরকারকে চিঠি দেয়া হয়েছে। চীনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে এরই মধ্যে ফিরিয়ে আনা সংক্রান্ত সকল প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে রেখেছে ঢাকা।

তিনি বলেন, চীন থেকে যাদেরকে ফিরিয়ে আনা হবে তাদেরকে দেশে আনার পর বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সতর্কতা জারির ব্যবস্থা নেবে সরকার।

এর আগে সকালে এক ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনার জন্য সব ধরণের পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকা চীনের উহানের আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে প্রয়োজনে বিমানে বিশেষ ফ্লাইট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে চীন সরকারকে চিঠি দেয়া হয়েছে। চীনের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে এরই মধ্যে ফিরিয়ে আনা সংক্রান্ত সকল প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে রেখেছে ঢাকা।

তিনি বলেন, চীন থেকে যাদেরকে ফিরিয়ে আনা হবে তাদেরকে দেশে আনার পর বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সতর্কতা জারির ব্যবস্থা নেবে সরকার। এর আগে সকালে এক ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে আনার জন্য সব ধরণের পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছেন।

আজকের খুলনা
আজকের খুলনা