• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চিত্রা নদীতে কচুরিপনায় ভুতিয়ার বিলের পানি প্রবাহে বাধার সৃষ্টি

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

তেরখাদা উপজেলাবাসীর আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধ ভুতিয়ার বিলের পানি নিষ্কাশনে মরাচিত্রা নদীতে কচুরিপনায় ভরে যাওয়ায় স্বাভাবিক পানি প্রবাহের প্রধান অন্তরায় হয়ে দাড়িয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক ইউএনও মোঃ লিটন আলী তেরখাদায় যোগদানের পরই তিনি স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সহায়তায় নিজে চিত্রা নদীর কচুরিপনা মুক্ত করে ভুতিয়ার বিলের স্থায়ী জলাবদ্ধতা নিরসন করতে সক্ষম হয়েছিলেন।

কিন্তু আবারও চিত্রা নদীতে পূর্বের ন্যয় ঝোপঝাড়ের কচুরিপনায় ছেয়ে গেছে পুরা নদীটা। ফলে ভুতিয়ার বিলের পানি নিষ্কাশনের প্রধান অন্তরায় হয়ে দাড়িয়েছে। এলাকাবাসী দ্রুত চিত্রা নদীর কচুরিপনা অপসারন করে ভুতিয়ার বিলের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে তেরখাদা উপজেলার নবাগত ইউএনও বিষ্ণুপদ পাল বলেন, পূর্বের ন্যয় সকলের সাথে আলোচনা করে দ্রুত কচুরিপনা অপসারন অভিযান পরিচালনা করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা