• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

চিংড়ি ঘেরের বাঁধ-বন্দি ভাংচুর করে ক্ষয়-ক্ষতির অভিযোগ

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

পাইকগাছায় রাতের আঁধারে চিংড়ি ঘেরের বাঁধ-বন্দি ভাংচুর করে ব্যাপক ক্ষয়-ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। থানায় অভিযোগের বর্ণনা দিয়ে উপজেলার লস্কর গ্রামের সুরেন্দ্রনাথ ঢালীর ছেলে রবীন্দ্রনাথ ঢালী অভিযোগ করেছেন, আমার রেকর্ডীয় ও প্রতিবেশীদের কাছ থেকে ডিডমুলে ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী ৫ বিঘার একটি চিংড়ি ঘের পরিচালনা করে আসছি। কিন্তু পার্শ্ববর্তী গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে মোহাম্মদ সরদার গংরা পেশী শক্তি বলে চিংড়ি ঘেরটি দখল করার চেষ্টা করে আসছেন। সর্বশেষ শুক্রবার রাতে বহিরাগতদের নিয়ে চিংড়ি ঘেরের বাঁধ-বন্দি কেটে মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে হুমকি-ধামকি দিচ্ছেন। এ ঘটনায় রবীন্দ্রনাথ ঢালী বাদী হয়ে মোহাম্মদ সরদার, হাকিম সরদার, সাইদুর সরদার সহ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, দু’পক্ষই অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা