• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

চার যুবকের গাঁজা সেবনের সময় আগুন লাগে ফেরীঘাটে

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯  

খুলনা মহানগরীর ফেরিঘাট বাসস্ট্যান্ডের পুরাতন কাপড়ের দোকানে আগুন লাগানোর মামলায় আসামি মো. সোহাগ শেখ (২৮) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফৌজধারী দন্ড বিধির ১৬৪ ধারায় দেয়া তার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ রেকর্ড করেছেন। সোহাগ নগরীর ২৭৩, শেরে বাংলা রোডের মানিক শেখের ছেলে এবং ফেরিঘাট মোড়ের একটি হোটেলের কর্মচারী।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) মল্লিক মনিরুজ্জামান বলেন, ২৬ নভেম্বর ভোর ৬টার দিকে নগরীর ফেরিঘাট বাসস্ট্যান্ডের পুরতন কাপড়ের দোকানে আগুন লাগার সময় নাইট গার্ড হায়দার আলি সোহাগকে দৌড়ে পালাইতে দেখে। ২৭ নভেম্বর ভোর ৫টার দিকে নাইট গার্ড হায়দার আলি রাজ্জাকের চায়ের দোকানের সামনে সোহাগকে দেখে অন্যান্যদের সহায়তায় আটক করে থানায় সোপর্দ করে। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, তারা ৪জন রাতে গাঁজা সেবন করার সময় সেখান থেকে আগুন লাগে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, নগরীর আপর যশোর রোডস্থ ফেরিঘাট পুরাতন বাসস্ট্যান্ডে পুরাতন কাপড়ের ৩৬ দোকান রয়েছে। ২৫ নভেম্বর রাত ১১টার দিকে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। ২৬ নভেম্বর ভোর ৬ টার দিকে সময় নাইট গার্ড হায়দার আলি মুঠোফানে তাদের জানায় দোকানে আগুন লেগেছে। তার কাছ থেকে জানা যায় আগুন লাগার সময় সোহাগকে দৌড়ে পালাইতে দেখার কথা। এঘটনায় ১৪, স্যার ইকবাল রোডের আব্দুর রশিদ শিকদার বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে কুলনা থানায় মামলা দায়ের করেন যার নং- ২৮। মামলার অপর তিন আসামি হলেন নগরীর টুটপাড়া মেইন রোডের মো. শাহাজাহানের ছেলে মো. জুবায়ের হোসেন (৩০), শেরে বাংলা রোডের চামড়া পট্রির হায়দার আলি ছেলে মো. রাসেল (৩০) ও শেখপাড়া জনতা ব্যাংকের গলির মো. কালা সরদারে ছেলে মো. সোহাগ (২৭)।

আজকের খুলনা
আজকের খুলনা