• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চাটখিল থানার ওসি’র প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট

আজকের খুলনা

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮  

নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের ওপর গুলি চালানোর ঘটনায়  চাটখিল থানার ওসি-কে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার  খোকনের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী রিট আবেদনটি দায়ের করেন। তিনি বলেন, ‘আবেদনটির ওপর আগামী রবিবার (২৩ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।’

এর আগে গত ১৯ ডিসেম্বর বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন। ওসি’র বিরুদ্ধে অবৈধ অস্ত্রে মদদ দেওয়া ও গ্রেফতার বাণিজ্যের অভিযোগ এনেছেন খোকন।

চাটখিল থানার ওসি’র প্রত্যাহার চেয়ে করা আবেদনে খোকন বলেন, ‘হাটপুকুরিয়া ঘাটলাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান শাহীনের বাড়িতে গত ১৭ ডিসেম্বর রাত ১০টার দিকে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগ ভাঙচুর ও লুটপাট করে। পুলিশের কাছে কারণ জানতে চাইলে আক্রান্তদের বলা হয়— ওসির নির্দেশ আছে।’

‘এছাড়া পোস্টার লাগাতে গেলে পুলিশ বিএনপিকর্মীদের গ্রেফতার করে। বিএনপি নেতা বিপুল ইসলাম পাটোয়ারীকে গ্রেফতার করলেও ৭০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন ওসি শামসু্দ্দীন। নির্বাচনি এলাকায় অবৈধ অস্ত্রের ছড়াছড়ি হলেও তা উদ্ধারে ওসির অনীহা রয়েছে। এসব অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েও কোনও প্রতিকার পাওয়া যায়নি।ওসি শামসুদ্দিন নিজে অবৈধ অস্ত্রের মদত দিচ্ছেন। তাই চাটখিল থানার ওসি হিসেবে তিনি দায়িত্বে থাকলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

এজন্য তাকে প্রত্যাহার করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য সিইসির কাছে আবেদন জানান খোকন। কিন্তু সিই আবেদন অনুসারে ওসির বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ না করায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

প্রসঙ্গত, এর আগেও গত ১৫ ডিসেম্বর বিকালে সোনাইমুড়ি বাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের সময় ছররা গুলিতে আহত হন বিএনপির এই প্রার্থী। সেজন্য সোনাইমুড়ি থানার ওসি-কে অভিযুক্ত করে তাকে প্রত্যাহারে ১৬ ডিসেম্বর আবেদন করেন খোকন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই সোনাইমুড়ি থানার ওসিকে প্রত্যাহার করেছে ইসি।

আজকের খুলনা
আজকের খুলনা