• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চাকরিপ্রার্থীদের ক্ষতি পোষাতে চেষ্টা করব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আজকের খুলনা

প্রকাশিত: ৫ মে ২০২১  

করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, বয়স ছাড় দেয়ার পদক্ষেপ আমরা নেব।

মঙ্গলবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন। তবে কতদিন ছাড় দেয়া হবে, তা নির্দিষ্ট করেননি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে বিজ্ঞপ্তি দিতে নির্দেশনা দেবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা এ বিষয়ে নির্দেশনা দেব। 

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ ঘোষণা করে সরকার। এরপর কয়েক ধাপে বিধিনিষেধ বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত করা হয়েছে। এ পরিস্থিতিতে চাকরির পরীক্ষা নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রসঙ্গত, গত বছর করোনা মহামারিতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। ওই বছর ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হয়।

আজকের খুলনা
আজকের খুলনা