• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় হোসেন আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হোসেন আলী চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ মহল্লার মৃত.আব্দুল মতিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা মামলার বরাতে জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দলের অভিযানে ২০১৭ সালের ১৯ আগষ্ট দুপুরে নিজ বসত বাড়ির শয়ন কক্ষ থেকে ১১ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট ও ১’শ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার হন তিনি। এ ঘটনায় ওইদিন সদর থানায় তার বিরুদ্ধে মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের তৎকালীন পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের তৎকালীন উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ২০১৭ সালের ২৪ নভেম্বর মামলায় হোসেন আলীসহ দু’জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। কিন্তু আদালত শুধু হোসেন আলীর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার কাজ শুরু করে। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর বুধবার আদালত হোসেন আলীকে দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ ঘোষণা করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মাহবুব আলম।

আজকের খুলনা
আজকের খুলনা