• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চাঁপাইনবাবগঞ্জে জনসমাগম প্রতিরোধে আটক অভিযান শুরু করেছে পুলিশ

আজকের খুলনা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

চাঁপাইনবাবগঞ্জে ঘরে না থেকে সামাজিক দূরত্ব না মেনে অযথা বাইরে চলাচলকারীদের আটক করতে মাঠে নেমেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় ২৫জনকে আটক করা হয়েছে। অপরদিকে অবাধে চলাচলকারী সাইকেল, মোটরসাইকেল, ব্যাটারিচারিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীসহ র‌্যাব সদস্যরা। পাশাপশি করোনাভাইরাস প্রতিরোধে প্রচারণাও চালাচ্ছেন তারা। 

বৃহস্পতিবার সকাল থেকে জনসমাগম প্রতিরোধে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ শহরের বিভিন্ন বাজারসহ মোড়ে মোড়ে টহল অব্যাহত রেখেছে। 

সদর মডেল থানার ওসি মোঃ জিয়াউর রহমান জানান, যারা সরকারি নির্দেশনা অমান্য করে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে তাদেরকেই আটক করা হচ্ছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এনিয়ে পুলিশ প্রচারণা চালাচ্ছে। সুতরাং সরকারি নির্দেশনা মেনে সকলকে ঘরে থাকার আহ্বান জানান তিনি। 

এদিকে সকাল থেকে অবাধে চলাচলকারী শতাধিক যানবাহন আটক করা হয়েছে। যেগুলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আটক থাকবে এবং নিষেধাজ্ঞা শেষে সেগুলো ফেরত দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 

উল্লেখ্য, বুধবার হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৫৭১জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬৬জন।

আজকের খুলনা
আজকের খুলনা