• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

চলতি বছরে ইসরাইলি সেনাদের হাতে হাতে খুন ৫৪ শিশু, আটক ৯০০

আজকের খুলনা

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮  

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে চলতি বছরে কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এছাড়া সেনারা আটক করেছে প্রায় ৯০০ শিশু। দ্যা হিউম্যান রাইটস সেন্টার এসব তথ্য জানায়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরেরে জানুয়ারি থেকে এ পর্যন্ত এসব শিশু নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী ঠাণ্ডা মাথায় এসব হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে । এসব নিহত ও আটককৃত শিশুদের বেশিরভাগই গাজা উপত্যাকার। ইহুদিবাদী সেনারা চরমভাবে মানবাধিকার আইন লঙ্ঘন করছে বলে সংস্থাটি জানায়।

ফিলিস্তিনি সেন্টার ফর স্টাডি অ্যান্ড ডেভলপমেন্টেশনের প্রতিবেদনে বলা হয়, আটককৃত শিশুদের ওপর ইসরাইলি সেনারা নির্মম অত্যাচার চালায়। ফিলিস্তিনি শিশুদের হাত-পা বেঁধে জিজ্ঞাসাবাধ করা হয়। এছাড়া চোখ বেঁধে তাদের মারধর করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইসরাইলি সেনাদের হাতে নির্মমভাবে খুন হওয়া সর্বশেষ শিশুটির নাম ইউনুস। সে দক্ষিণ গাজার বাসিন্দা, বয়স মাত্র ৪ বছর।

এছাড়া প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ বছরে এখন পর্যন্ত ৩১০ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে ইসরাইলি সেনা। 

আজকের খুলনা
আজকের খুলনা