• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চট্টগ্রামে হত্যা মামলায় ৬ আসামির কারাদণ্ড

আজকের খুলনা

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৯  

চট্টগ্রামের রাউজান উপজেলায় নুরুল আমিন নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় ছয় আসামির কারাদণ্ডের রায় হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আবদুল হালিম এ রায় ঘোষণা করেন।

রায়ে প্রত্যেকেকে ১০ বছর ছয় মাস করে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হযেছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হারুণ অর রশিদ, সালাহ উদ্দিন, জাফর ড্রাইভার, বাচা মিয়া ওরফে বাচাইয়া, মো. আলমগীর ও আবু তাহের। এদের মধ্যে একমাত্র হারুণ আদালতে হাজির ছিলেন। অন্য সবাই পলাতক রয়েছেন।

একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাওলানা শামসুল আলম, আবুল কাসেম ওরফে কাইয়া ও আবদুস শুক্কুর ওরফে বোচন নামের তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মো. আবু সাঈদ জানান, আমিন হত্যা মামলায় ছয় আসামির দণ্ড ও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডিত ছয় আসামির মধ্যে একজন ছাড়া বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর রাউজানের উত্তর গুজরার দোস্ত মোহাম্মদের বাড়ির সামনে এবাদত খানার টয়লেটের রিং বসানো নিয়ে খুন হন নুরুল আমিন।

এ ঘটনায় রাউজান থাকায় একটি হত্যা মামলা হলে তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৩১ আগস্ট ৯ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আজকের খুলনা
আজকের খুলনা