• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ঘরে ওষুধ পৌঁছে দিতে খুলনায় অ্যাপ উদ্বোধন

আজকের খুলনা

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরে ঘরে ওষুধ পৌঁছে দিতে খুলনা জেলা প্রশাসন একটি অ্যাপ চালু করেছে। রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'Online Medicine Mart, Khulna' নামের এই অ্যাপটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। অনলাইন জুমের মাধ্যমে সংযুক্ত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন।

অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, জেলা প্রশাসকের এই উদ্ভাবনী উদ্যোগটি করোনাকালে লকডাউন এলাকা বা রেড জোনে ঘরে থাকা রোগীদের ওষুধ সরবরাহে বিশেষ ভূমিকা রাখবে।'

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হেলাল হোসেন জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রোগীদের চাহিদার ভিত্তিতে বাজারমূল্য ও সামান্য সার্ভিস চার্জের বিনিময়ে ঘরে ঘরে ওষুধ পৌঁছে দেবে একদল স্বেচ্ছাসেবক। ওষুধ কেনার জন্য বাইরে ফার্মেসি যাওয়ার প্রয়োজন হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা