• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

ঘন কুয়াশায় দিঘলিয়ার জনজীবন বিপর্যস্ত

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯  

খুলনার দিঘলিয়া উপজেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

উপজেলার ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছেন। এদিকে উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকে সূর্যের মুখ দেখা না যাওয়ায় কমে যায় তাপমাত্রা। হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। চিকিৎসা নিতে ছুটছেন হাসপাতালগুলোতে। মহাসড়কসহ বিভিন্ন সড়কে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

তাপমাত্রা কমে যাওয়ায় জেলার ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া কাজে বের না হতে পারায় ঠাণ্ডা থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন। অতিরিক্ত গরম কাপড় জড়িয়ে স্কুল-কলেজে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।

এদিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। শীতের প্রকোপ আরো দু-তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস।

আজকের খুলনা
আজকের খুলনা