• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় ২ তদন্ত কমিটি

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের বিস্ফোরণে ভবন ধসে সাতজন নিহত হওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানান, জেলা প্রশাসনের এডিএম এজেডএম শরীফুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন- ওসি কোতোয়ালি, ফায়ার সার্ভিসের একজন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন ও সিটি করপোরেশনের একজন প্রতিনিধি।

এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মেহেদি হাসানকে প্রধান করে এই কমিটি করা হয়। অপর সদস্যরা হলেন- এডিসি (সিটি এসবি বন্দর) মঞ্জুর মোর্শেদ ও সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) নোবেল চাকমা। তাদেরকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাস লাইনের বিস্ফোরণে সাতজন নিহত হন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও আটজন। আজ রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

আজকের খুলনা
আজকের খুলনা