• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

গৃহহীণদের জন্য গৃহনির্মাণে ব্যয় করা হচ্ছে ১৩ কোটি টাকা

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯  

গৃহহীণদের জন্য গৃহ নির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ টি.আর কর্মসূচির আওতায় দুূর্যোগ সহণীয় গৃহ নির্মাণ করছে। পিরোজপুর জেলায় ৪৬৫টি গৃহ নির্মাণে বরাদ্দ করা হয়েছে ১৩ কোটি ৪ লক্ষ ১৪ হাজার ৪৪০ টাকা।

গত অর্থ বছরে শুরু হওয়া ২১১টি গৃহ নির্মাণের জন্য প্রতিটির ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৪৮ হাজার ৫৩১ টাকা। চলতি অর্থ বছরে এ পর্যন্ত ২৫৪টি গৃহ নির্মাণের জন্য প্রতিটির বিপরীতে ২ লক্ষ ৯৯ হাজার ৮৬০ টাকা করে সর্বমোট ৭ কোটি ৬১ লক্ষ ৬৪ হাজার ৪৪০ টাকা বরাদ্দ এসেছে জেলা ত্রাণ ও দুূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ে। ২০১৮-১৯ অর্থ বছরে শুরু হওয়া গৃহ নির্মাণে পিরোজপুর সদরের জন্য ২৭টি, মঠবাড়িয়ায়- ২৬টি, নাজিরপুরে- ৩৪টি, নেছারাবাদে- ২৯টি, ভান্ডারিয়ায়- ২৯টি, ইন্দুরকানীতে- ৩২টি এবং কাউখালীতে- ৩৪টি গৃহ নির্মাণ করা হচ্ছে। চলতি অর্থ বছরে ২৫৪টির মধ্যে পিরোজপুর সদরে- ৩৪টি, নাজিরপুরে- ৪১টি, নেছারাবাদে- ৩৫টি, কাউখালীতে- ৪১টি, ইন্দুরকানীতে- ৩৮টি, মঠবাড়িয়ায় ৩১টি এবং ভান্ডারিয়ায়- ৩৪টি গৃহ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ২ বা ৩ শতক জমি আছে অথচ গৃহ নাই এমন ব্যক্তির জমিতে সরকার এদুর্যাগ সহণীয় গৃহ নির্মাণ করে দিচ্ছে। নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার জানিয়েছেন, সরকারের এ মহতি পরিকল্পনার ফলে গৃহহীণ ব্যক্তিরা নিজ জমিতে মাথা গোজার ঠাঁই খুঁজে পাচ্ছে।

আজকের খুলনা
আজকের খুলনা