• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

গাইবান্ধায় বিরল প্রজাতির পাখি উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

 

গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর থেকে তিন ফুট উচ্চতার বিরল প্রজাতির একটি পাখিকে এলাকাবাসী আটকের পর তা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রাম থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। এর আগে, বিকেলে ওই গ্রামের ফাঁকা জমিতে হঠাৎ করেই বিরল প্রজাতির এই প্রাণীটিকে দেখতে পায় এলাকাবাসী। পরে পাখিটিকে আটক করে পুলিশে খবর দেয় তারা।

উদ্ধারের পর পাখিটি সদর থানায় নিয়ে আসা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিরল প্রজাতির এই প্রাণীটিকে এক নজরে দেখতে সদর থানায় ভীড় জমায় উৎসুক জনতা। পুলিশ ও স্থানীয়দের ধারণা, ৩ ফুট উচ্চতা ও প্রায় ১০ কেজি ওজনের বিরল প্রজাতির এই পাখিটি ঈগল হতে পারে। তবে স্থানীয়দের অধিকাংশের মতে, এটি শকুন হতে পারে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহারিয়ার জানান, প্রাণীটি কিছুটা অসুস্থ্য হয়ে পড়ায় উড়তে পারেনি। পরে ফাঁকা একটি জমি থেকে প্রাণীটি আটকের খবর পেয়ে সেটি উদ্ধার করে সদর থানায় এনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ইতোমধ্যে প্রাণীটিকে সুস্থ্য করতে প্রাণিসম্পদ বিভাগের পরামর্শে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা দেয়া হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা বিরল প্রজাতির প্রাণীটিকে কেউ ঈগল আবার কেউ কেউ বলছেন, এটি শকুন। পাখিটি উদ্ধারের বিষয়টি ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা সদর থানায় এসে প্রাণীটিকে নিয়ে যাওয়ার কথা।

আজকের খুলনা
আজকের খুলনা