• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খেলাধুলা মাদকমুক্ত সমাজ ও মানসিক বিকাশ ঘটায় : বাবু

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। ‘মাদককে না বলি, মাঠে এসে ফুটবল খেলি’। খেলাধুলা অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে সরে খেলাধুলা ও সংস্কৃতিতে মনোযোগী হবে। তিনি গতকাল রবিবার বিকাল ৩ টায় কয়রা উপজেলার গ্রাজুয়েটর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কালনা ফুটবল একাডেমী আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর চুড়ান্ত খেলা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে দেশের বিভিন্ন অঙ্গণে যেমন উন্নয়ন জোয়র বইছে তেমনি সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে ফুল ফুটেছে আমাদের ক্রীড়াঙ্গণে। আমরা এখন আর পিছিয়ে পড়া বাঙালী নয়। বর্তমান সরকার উন্নয়নের অগ্রযাত্রায় আমাদেরকে যেমন বিশ্বের দরবারে মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন, তেমনিভাবে খেলাধূলার মাধ্যমেও আমরা প্রশংসিত হয়ে বীরের জাতিতে উন্নীত হয়েছি। গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবল মন্টু, ঘূর্ণি ঝড় প্রস্তুতি কমিটির খুলনা জোনের উপ-পরিচালক গোলাম কিবরিয়া, কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার। এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহম্মেদ, হারুন অর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাফরুল ইসলাম পাড়, প্রভাষক নজরুল ইসলাস, খুলনা জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আফি আজাদ বান্টি, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু,শ্রমিকলীগের সাবেক দপ্তর সম্পাদক আছাফুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল প্রমুখ। চুড়ান্ত খেলায় হায়াতখালি রাজিয়া ফিস ১-০ গোলে পাতাখালি যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। হাজার হাজার দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা