• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খেলা চলাকালে মাঠে সাপ, অতঃপর...

আজকের খুলনা

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

অনেক সময় বৃষ্টির কারণে বা মৌমাছির দাপটে খেলা বন্ধ থাকে। আবার কখনও বন্ধ থাকে মাঠে ঢুকে পড়া অতি-উৎসাহী সমর্থকের কারণে। এসব ঘটনা ক্রিকেট ম্যাচে সচরাচর দেখা যায়। কিন্তু খেলা চলাকালে মাঠে সাপ ঢুকে পড়ার চিত্র সাধারণত দেখা যায় না। তবে এবার এমনটাই ঘটল ভারতের চলমান রঞ্জি ট্রফিতে। একজোড়া সাপের কারণে বন্ধ থাকল খেলা।

জানা গেছে, গত বছরের ৯ ডিসেম্বর থেকে মাঠে গড়ায় রঞ্জি ট্রফির খেলা। এই টুর্নামেন্ট চলাকালে গ্রুপ ‘এ’ এবং ‘বি’ এর চতুর্থ রাউন্ডের ম্যাচে গত রবিবার মুখোমুখি হয়েছিল মুম্বাই এবং কর্ণাটক। দুই দলের খেলা চলছিল মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স স্টেডিয়ামে। আচমকাই মাঠের মধ্যে ঢুকে পড়ে একটি সাপ। এর ফলে ফিল্ডাররা ভয় পাওয়ায় খেলা বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।  

ভারতীয় সংবাদ সংস্থা দ্য হিন্দু-র সাংবাদিক অমোল কারহাদকারের করা এক টুইট বার্তা থেকে জানা যায়, শেষ পর্যন্ত সাপ ধরতে মাঠে নামেন প্রশিক্ষিত স্নেক ক্যাচার। উদ্ধার করা হয় একজোড়া সাপ। টুইটারে সাপের ছবি শেয়ার করে অমোল লেখেন, ‘বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের সেরা ঘটনা। সাপুড়েরা দেখালেন, দিনের দ্বিতীয় ক্যাচ! তবে এটা বিষাক্ত নয়।’

অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিজয়ওয়াড়ার মাঠে ঢুকে পড়েছিল  একটা সাপ। সাপের ভয়ে দুই দলের ক্রিকেটাররা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। পরে সাপটিকে মাঠ থেকে সরিয়ে দেওয়া হলে ফের শুরু হয় খেলা।

আজকের খুলনা
আজকের খুলনা