• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯  

পণ্যের মোড়কে মেয়াদ ও মূল্য নেই খুলনায় ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা খুলনা ব্যুরো পণ্যের মোড়কে মেয়াদ ও মূল্য না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিসহ বিভিন্ন অপরাধে খুলনায় ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সকালে নগরীর দৌলতপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, খাবারের প্যাকেটে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকায় দৌলতপুর বেকারীকে ২ হাজার টাকা, ইলেকট্রনিক্স পণ্যে মূল্য তালিকায় প্রতারণা করায় ম্যাস করপোরেশনকে ২ হাজার টাকা, খাবারের প্যাকেটে মেয়াদ মূল্য না থাকায় এস এস স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দৌলতপুর বাসস্ট্যান্ডের হোটেল শামীম অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, তৃষা সুইটস অ্যান্ড বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় হয়।

আজকের খুলনা
আজকের খুলনা