• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় ১০ টাকার চাল বিক্রিতে অনিয়ম তদন্তে কমিটি গঠন

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০  

খুলনায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ে (ওএমএস)  অনিয়ম ও ভিন্ন নামে একাধিক ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে সাঈয়েদুজ্জামান সম্রাট নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় ম্যাজিস্ট্রেট, দুদক, প্রেস ক্লাব, খাদ্য বিভাগ ও পুলিশের প্রতিনিধির সমন্বয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) তদন্ত কমিটি অভিযুক্ত ডিলারকে তলব করেছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলীকে। কমিটির অন্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, দুদকের উপপরিচালক মো. নাজমুল হাসান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান।

খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে ঘোষিত সাধারণ ছুটিতে বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। সরকার এসব দরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজির চাল বিতরণ কর্মসূচি চালু করে। এ জন্য খুলনায় ৮৯ জন ডিলার নিয়োগ করা হয়।

সাঈয়েদুজ্জামান সম্রাটের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ভিন্ন নামে একাধিক ডিলারশিপ নিয়ে চাল বিতরণে অনিয়ম করেন। এর আগেও তিনি আটটি নামে ডিলারশিপ নিয়ে অনিয়ম করেন।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান বলেন, ‘ওএমএস ডিলার সাঈয়েদুজজামান সম্রাটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্তে কমিটি গঠন হয়েছে। তাকে নোটিশ করা হয়েছে। নোটিশে আজ দুপুরে তাকে তদন্ত কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে।’

আজকের খুলনা
আজকের খুলনা