• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় হাত ধুয়ে ডিসি অফিসে প্রবেশ করতে হবে সেবাপ্রার্থীকে

আজকের খুলনা

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

করোনা সচেতনতায় খুলনা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে হাত পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল থেকে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এ উদ্যোগ গ্রহন করা হয়। ডিসি অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী ও সেবা নিতে আসা সকলকে হাত ধুয়ে থানায় প্রবেশ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন তিনি।

নির্দেশনা মোতাবেক ডিসি অফিসের প্রবেশের মুখে পানির ট্যাপসহ নতুন বেসিন স্থাপন করা হয়েছে। রাখা হয়েছে হাত পরিস্কার করার জন্য হ্যান্ড স্যানিটাইজার। অফিসে প্রবেশের পূর্বে সেখান থেকে সকলে হাত ধুয়ে নিচ্ছেন।

ডিসি অফিসে সেবা নিতে আসা আশরাফুল ইসলাম বলেন, ‘সাধারণত মানুষ হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে না। খাওয়ার সময় একটু হাত পরিষ্কার করে। করোনা ঝুঁকি এড়াতে আমাদের বারবার হাত ধোঁয়া উচিত। ডিসি অফিসের এমন উদ্যোগের কারণে ঝুঁকি মুক্ত ভাবে এখান থেকে সেবা নিতে পারবো।

আয়েশা নামের আরেক জন বলেন, ‘এখানে দৈনিক অসংখ্য লোকের যাতায়ত হয়। আগতেদের কেও সংক্রমণে রোগের জীবানু বহন করতে পারে। এ উদ্যোগের ফলে আমরা সংক্রমণের ঝুঁকি ছাড়া সেবা নিতে পারবো।’

খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোঃ জাকির হোসেন বলেন, ‘যেহেতু জেলা প্রশাসকের কর্যালয়ে প্রতিদিন দূরদূরান্ত থেকে অনেকে সেবা নিতে আসেন। তাদের মধ্যে থেকে যেন কেও সংক্রমণের জীবানু ছড়াতে না পারে সে জন্য অফিসে প্রবেশের পূর্বে সকলকে হাত ধোয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। আশা করি এতে যতটা সম্ভব সংক্রমণের বুঁকি এড়ানো যাবে।’

আজকের খুলনা
আজকের খুলনা