• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯  

খুলনার ডুমুরিয়ায় শাহিন বন্দ হত্যা মামলায় জলিল সানাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জলিল সানা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ডুমুরিয়ার বিলপাবলা এলাকায় শাহিন বন্দের মাছের ঘেরে কাজ করতেন জলিল সানা। ৩০০ টাকার জন্য দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জলিলকে কয়েকটি থাপ্পড় মারেন শাহিন। এর প্রতিশোধ নিতে ২০১১ সালের ৬ জুন রাতে ত্রিশুল দিয়ে ঘুমন্ত শাহিনের বুকে আঘাত করেন জলিল

। শাহিনের পাশে থাকা রুহুল আমিন এ সময় জেগে উঠলে শাহিন তাকে বিষয়টি জানান। রুহুলের চিৎকারে লোকজন ছুটে এসে শাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।

ডুমুরিয়া থানার তৎকালীন পরির্দশক তদন্ত শেষে ওই বছরের ১৬ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন।

আজকের খুলনা
আজকের খুলনা