• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় হত্যা মামলার আসামি খুন, আটক ২

আজকের খুলনা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯  

খুলনার দিঘলিয়া উপজেলায় হত্যাসহ ছয় মামলার আসামি আওয়ামী লীগ কর্মী টিপু শেখকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় ৩২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে নিহতের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জাহিদুর রহমান ও আব্দুল্লাহ নামে দুজনকে আটক করেছে পুলিশ।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস রঞ্জন দাস বলেন, ‘হত্যা মামলার আসামি টিপু শেখকে হত্যার ঘটনায় রবিবার রাতে তার ছেলে ৩২ জনের মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ওই রাতেই দুজনকে আটক করা হয়েছে। সোমবার তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গাজিরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামের টিপু শেখ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। ওই সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা প্রথমে ইট দিয়ে তার মাথায় আঘাত করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলে তার ডান পা বিচ্ছিন্ন করে দেয়। বাম পা-ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

আজকের খুলনা
আজকের খুলনা