• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় সর্বোচ্চ ভ্যাটদাতা ৯ জনকে সম্মাননা

আজকের খুলনা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

খুলনায় পালিত হয়েছে জাতীয় ভ্যাট দিবস। শুরু হয়েছে ভ্যাট সপ্তাহ। আজ মঙ্গলবার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সকাল ৯টায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সদর দপ্তর হতে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। বেলা ১১টায় হোটেল সিটি ইন এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট এর কমিশনার মো. মোস্তবা আলী। প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব রোর্ডেব শুল্কনীতি ও আইসিটি সদস্য সৈয়দ গোলাম কিবরীয়া । বিশেষ অতিথি ছিলেন খুলনা কর কমিশনার প্রশান্ত কুমার রায়, মোংলা কাস্টমস কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস ও খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত কমিশনার বাপ্পি শাহরিয়ার সিদ্দিকি। প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কামশনার রাশেদ আলম। বক্তৃতা করেন সর্বোচ্চ ভ্যাট দাতা মো. ফজলুর রহমান।

খুলনা, সাতক্ষীরায় ৩জন করে ৬জন, বাগেরহাটে ২জন এবং শরিয়াতপুরে ১জন এই ৯জন সর্বোচ্চ ভ্যাট প্রদান কারীকে সম্মাননা ও সনদপত্র এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা