• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় সরকারি অফিসের জন্য সমন্বিত ভবন নির্মাণ

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

প্রধানমন্ত্রীর নির্দেশনা মতো খুলনা জেলায় সরকারি অফিসগুলোর জন্য সমন্বিত অফিস ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। খুলনায় যে সকল সরকারি দপ্তরের নিজস্ব ভবন নেই সেইগুলোকে এই ভবনের আওতায় আনা হবে। গণপূর্ত বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করবে। এজন্য ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রণয়নের কাজ চলমান রয়েছে।

রবিবার খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ বিষয়ে জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এসময় জেলার সকল সরকারি দপ্তরে দ্রুত ই-ফাইলিং চালু করার নির্দেশনা দেওয়া হয়। এজন্য এটুআই প্রকল্পের আওতায় কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলা হয়।

সভায় কৃষি বিভাগের উপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

 

আজকের খুলনা
আজকের খুলনা