• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০  

খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) মাইক্রোবায়োলজি বিভাগের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে স্যাম্পল পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।

করোনা আক্রান্ত রোগী (৬২) নগরীর করিমনগর এলাকার বাসিন্দা। তিনি তাবলিগ জামাতের সঙ্গে জড়িত। এছাড়া তিনি অবসরপ্রাপ্ত একজন ব্যাংকার।

খুলনার সিভিল সার্জন ডা. মো. সুজাত আহমেদ জানান, খুলনা মেডিক্যাল কলেজে ওই রোগীর স্যাম্পল পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। তার হালকা কাশি ছিল। তবে, জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট ছিল না। করোনা শনাক্তের পর তার বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি জানান, করোনা আক্রান্ত ব্যক্তি তাবলিগ জামাতের সঙ্গে জড়িত। তিনি খুলনায় করোনা আক্রান্ত প্রথম রোগী। করোনা আক্রান্ত রোগীর ছেলে জানান, তার পিতা গত ৬ ডিসেম্বর খুলনা থেকে তাবলিগ জামাতের উদ্দেশ্যে নরসিংদীতে যান। এরপর ৪ এপ্রিল তিনি নরসিংদী থেকে বাসায় ফিরে আসেন। তার শরীরে সামান্য সর্দিসহ জ্বর রয়েছে। তবে, তার গলা ব্যথা ও শ্বাসকষ্ট নেই।

আজকের খুলনা
আজকের খুলনা