• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় পূজা মন্ডপসমূহে আর্থিক অনুদান বিতরণ করেন সিটি মেয়র

আজকের খুলনা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল বুধবার বিকেলে নগরীর আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর থানা এলাকার পূজা মন্ডপসমূহে আর্থিক অনুদান প্রদান করেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র দেশজুড়ে করোনা ভাইরাস মহামারীর বিষয়ে সতর্ক করে সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে উৎসব পালনের আহবান জানান। তিনি বলেন, সারাবিশ্ব এখন করোনা মহামারীর কারণে আতংকিত। সে কারণে অপ্রয়োজনীয় জনসমাগম যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেসিসি’র কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, ফকির মোঃ সাইফুল ইসলাম, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরতি আসনের কাউন্সিলর মাজেদা খাতুন, কনিকা সাহা, জেলা পরিষদের প্যানেল চেয়্যারম্যান চৌধুরী রায়হান ফরিদ, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, মহানগর শাখার সহ-সভাপতি এ্যাড. অলোকা নন্দা দাশ ও সমাজ সেবক গৌতম লস্কর। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিটি মেয়র নগরীর সদর থানাধীন ২৫টি মন্ডপে অনুদান প্রদান করেন। পরে তিনি দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা