• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় ডেঙ্গু রোধে জনসচেতনতা প্রয়োজন

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

খুলনা সিভিল সার্জন এএসএম আব্দুর রাজ্জাক বলেছেন, ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় নগরীর আবাসিক এলাকার জনপ্রতিনিধিদের নেতৃত্বে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়িয়ে কাজ করা প্রয়োজন। সরকারের সব বিভাগের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান চলছে।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত ৫৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ৯২ জন। এখানে ডেঙ্গু শনাক্তকরণ কীটের কোনো স্বল্পতা নেই। কীট সংগ্রহের জন্য জেলা হাসপাতালে ১০ লাখ ও প্রতি উপজেলা হাসপাতালকে দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

রোববার দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভায় তিনি এসব কথা বলেন তিনি। ডিসি মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় জনপ্রতিনিধি ও সরকারি দফতরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা