• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগী কিছুটা কমেছে : জেলায় নতুন ২২

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯  

খুলনায় ডেঙ্গু আক্রান্তের প্রবাহ কিছুটা কমেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলায় নতুন রোগীর সংখ্যা ২২ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা ৫১২ জন। সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২১শ’ এর বেশি রোগী। চিকিৎসা অধিকাংশ রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও এখনও হাসপাতাল গুলোতে তিল ধারনের ঠাঁই নেই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ১শ’ শয্যার বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ডে রোগী ভর্তি আছে ১১৭ জন। 
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে জানা যায় গত ২৪ ঘন্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৩১ জন। আর জেলায় নতুন ডেঙ্গু রোগী ২২ জন। বিভাগে এ পর্যন্ত ডেঙ্গু চিকিৎসা দেয়া হয়েছে মোট ২১শ’ রোগীকে এর মধ্যে সরকারি ১৯৯৪ এবং বেসরকারি ২২৮ জনকে। আর খুলনা জেলায় বর্তমানে চিকিৎসাধীন আছে ১৪১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছে ১১৭ জন। জেলায় ছাড়পত্র নিয়েছে ৩৫৪ জন।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১শ’ শয্যা বিশিষ্ট নবনির্মিত ডেঙ্গু ওয়ার্ডেও রোগী ধারণের কোন জায়গা নেই। ইতোমধ্যে ১১৭ জন রোগী সেখানে চিকিৎসাধীন রয়েছে। 

আজকের খুলনা
আজকের খুলনা