• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় জাল নিয়োগপত্রসহ দুই ভুয়া সেনা কর্মকর্তা আটক

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

খুলনা মহানগরীতে জাল নিয়োগপত্রসহ প্রতারক চক্রের ২ জন সদস্যকে আটক করা হয়েছে। তারা সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে চাকুরী প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয় নিত বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় মহানগরীর খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) নিকট থেকে তাদের আটক করে র‍্যাব-৬’র একটি অভিযানিক দল। আটকরা হলেন, গোপালগঞ্জ জেলার চন্দ্র দিঘুলিয়া গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৪) ও পটুয়াখালী জেলার হরতকি বাড়িয়া গ্রামের মৃত রউফ গাজীর ছেলে মোঃ বাবুল গাজী (৪৩)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের কাছ থেকে ০২ টি ভূয়া নিয়োগপত্র, ০৩ টি মোবাইল এবং ০৩টি মোবাইলের সীমকার্ড জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত নিজেদেরকে সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা