• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় জাল টাকা তৈ‌রির সরঞ্জামসহ ২ জন আটক

আজকের খুলনা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

খুলনা মহানগর গোয়েন্দা পু‌লিশের (কেএমপি ডিবি) অভিযানে জাল টাকা তৈ‌রির সরঞ্জামসহ দুজন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। শুক্রবার বি‌কালে কেএম‌পির অতিরিক্ত উপকমিশনার শেখ ম‌নিরুজ্জামান মিঠু এ ঘটনার সত্যতা নি‌শ্চিত করেছেন।

বৃহস্প‌তিবার দিবাগত রা‌তে নগরীরর খা‌লিশপুর থানা এলাকা‌ থে‌কে তা‌দের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তা‌দের বিরু‌দ্ধে মামলা হ‌য়ে‌ছে। পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থে‌কে চার হাজার টাকার জাল নোট, তিনটি কালার প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি ল্যাপটপ, একটি টাকা তৈরি করার ডিজিটাল প্লেট, ছয়টি বোতলে (রিফিল) কালি এবং সাদা রঙের দুই বান্ডিল ট্রেস পেপার জব্দ করা হ‌য়ে‌ছে। 

গ্রেপ্তার দুজন হলেন, খালিশপুর থানাধীন নয়াবাটিস্থ রোড নম্বর: ২২২, বাড়ি: এনআই/২৪ এর দ্বিতীয় তলা ভাড়াটিয়া গফ্ফার আলী মোল্লা (৫৩) ও তার স্ত্রী নাজমা বেগম ওরফে অজিফা (৩৯)।

পু‌লি‌শের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে তারা জানায়, গফ্ফা‌রের শ্যালক সাইফুল ইসলাম ওরফে লামু জাল টাকা তৈরি করে তাদের নিকট দেয়। তারা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকার ব্যবসা করে আসছে। 

আজকের খুলনা
আজকের খুলনা