• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় ঘূর্ণিঝড়ে ৪৮ কোটি টাকার ফসল নষ্ট

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

খুলনার ফসলি জমিতে এখন ঘূণিঝড় বুলবুলের আঘাতে ধ্বংসযজ্ঞের চিত্র। মাটিতে মিশে গেছে আমন ধান, শাক-সবজি, সরিষা, পানের বরজ, পেঁপে ও কলাগাছ। কৃষি সম্প্রসারণ জেলা অফিস সূত্র জানান, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে খুলনা জেলায় ২৫ হাজার হেক্টর ক্ষেতের আমন ধান চিটে হয়ে যাবে। একইভাবে ৮৬৪ হেক্টর জমির শাক-সবজি, ৪০ হেক্টর জমির সরিষা, ১৫২ হেক্টর জমির কলা ও পেঁপে এবং ৩৬ হেক্টর জমির পানের বরজও বিনষ্ট হয়েছে। সব মিলে ক্ষতি হয়েছে ৪৮ কোটি টাকার কৃষি পণ্যের। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪০ হাজার কৃষক।

চাষিদের তোড়জোড় চলছিল পাকা আমন ধান কাটার। বুলবুলের তাণ্ডবে পানিতে শুয়ে পড়েছে ধানের শীষ। টানা বৃষ্টি আর ঝড়ের বাতাসে পাকা ধান ক্ষেতে প্রকৃতি মই দিয়েছে। জেলা কৃষি অফিস জানায়, কৃষি পণ্যের ক্ষতির বিবরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ মোছাদ্দেক হোসেন জানান, উপজেলার বরাতিয়া, শলুয়া, শরাফপুর ও রংপুর গ্রামে পেঁপে ও কলা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। শরাফপুর ও বরাতিয়া গ্রামে আমন ধান মাটিতে মিশে গেছে। এ উপজেলায় ২ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়।

আজকের খুলনা
আজকের খুলনা