• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার আরও ১

আজকের খুলনা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে খুলনার পাইকগাছা থেকে উত্তীয় দেবনাথ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরের দিকে পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পাইকগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাতিখালী গ্রামের বিষ্ণুপদ নাথের ছেলে।

এর আগে গুজব ছড়ানোর অপরাধে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন পাইকগাছা থানার এস আই অখিল রায়।

উত্তীয় দেবনাথ ফেসবুকে ‘ভয়েস অফ পাইকগাছা’ নামের একটি ফেসবুকে পেজের এডমিন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাইকগাছার ৭০ বছরের এক বৃদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে- এমন গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিলেন তিনি। এছাড়া এলাকার বিশিষ্টজনদের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশ করেন। এনিয়ে তার বিরুদ্ধে থানায় আগে সাধারণ ডায়রিও করা হয়।’

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্তের গুজব ইউটিউবে ছড়ানোর অভিযোগে মহানগর ডিবি পুলিশ রুহুল আমিন (২২) নামে এক যুবককে আটক করে।

আজকের খুলনা
আজকের খুলনা