• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় কর্মহীন ৫০০ জন পেলেন খাদ্য সহায়তা

আজকের খুলনা

প্রকাশিত: ১১ মে ২০২১  

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণিপেশার ৫০০ জন কর্মজীবীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে খুলনা জেলা প্রশাসন। মঙ্গলবার (১১ মে) বেলা ১১টায় মহানগরীর শহিদ হাদিস পার্কে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

উপকারভোগীরা হলেন দোকান কর্মচারী, গণপরিবহন শ্রমিক এবং ঋষি সম্প্রদায়। খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সেমাই, চিনি ও দুধ দেওয়া হয়।

সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, জনবান্ধব বর্তমান সরকার ও প্রশাসন জনগণের যেকোনো সংকটে পাশে আছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনায় কর্মহীন প্রান্তিক শ্রমজীবীদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বিধিনিষেধ আরোপ করায় কর্মহীন হয়ে পড়েন শ্রমজীবীরা। পরিবারের ব্যয় নির্বাহ করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন তারা। ঈদ সামনে রেখে তাদের পাশে দাঁড়ায় জেলা প্রশাসন।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.০ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা