• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় করোনাভাইরাসের পরীক্ষা শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

খুলনা মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে শুরু হয়েছে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা। মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক এ ল্যাবের উদ্বোধন  করেন।

মেডেকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, কলেজের তৃতীয় তলায় বসানো পিসিআর মেশিন দিয়ে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন ৪৮টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। করোনা পরীক্ষার জন্য প্রায় ৭০০ কীট রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এখানে পাঠানো হবে। নাক ও মুখের লালা পরীক্ষার মাধ্যমে করোনা আছে কিনা তা শনাক্ত করা হবে।

তিনি আরও জানান, প্রতিদিন ৯৬টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে। এখানে পরীক্ষার পর ফলাফল ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হবে। এসব নমুনা পরীক্ষার চূড়ান্ত ফলাফল সেখান থেকে ঘোষণা করা হবে।

পিসিআর ল্যাব উদ্বোধনের সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা