• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় করোনা উপসর্গে ১জনের মৃত্যু, একদিনে শনাক্ত ৯৩জন

আজকের খুলনা

প্রকাশিত: ৭ আগস্ট ২০২০  

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সন্দেহ ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে নির্মল বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) এবং করোনা সন্দেহ ওয়ার্ডের মুখপাত্র ডা: মিজানুর রহমান বলেন, বুধবার ২টা ৫০ মিনিটে নির্মল বিশ্বাস জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই ওয়ার্ডে ভর্তি হন। তিনি যশোরের বেজপাড়া এলাকার অনন্ত বিশ্বাসের পুত্র। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ বলেন, গতকাল বৃহস্পতিবার খুলনা ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষা শেষে সর্বমোট ৯৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে খুলনার ৩৯ জন, সাতক্ষীরার সাতজন, বাগেরহাটের ৪৩জন, যশোরের দু’জন, ঝিনাইদহের একজন এবং নড়াইলের একজন রয়েছেন।

অপরদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর জানিয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ১৩ হাজার ২৩৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৩০১জন এবং মৃত্যুবরণ করেছেন ২২৯জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের খুলনা
আজকের খুলনা