• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় আয়কর মেলার প্রথম দিনে আদায় পৌনে ২ কোটি টাকা

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

খুলনায় আয়কর মেলার প্রথম দিনে ১ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ৭০ টাকা আয়কর জমা পড়েছে। এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ২ হাজার ০৮ জন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মেলার উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। আয়কর মেলা আগামী ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

কর অঞ্চল খুলনা থেকে জানা গেছে,  মেলার প্রথম দিনেই ১ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ৭০ টাকা কর আদায় হয়েছে। আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ২৮০ করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১৩৩ জন। আর কর সংক্রান্ত সেবা নিয়েছেন ২ হাজার ০৮ জন।

কর অঞ্চল খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায় বলেন, খুলনায় কর মেলা নিয়ে করদাতাদের মধ্যে প্রতিবছরই ব্যাপক আগ্রহ দেখা যায়। এবার এর ব্যতিক্রম হয়নি। প্রথম দিনে অন্যান্য বছরের তুলনায় এবার কর দাতাদের বেশ সাড়া মিলেছে।

উল্লেখ্য, খুলনার সোনাডাঙ্গায় অবস্থিত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ১৪ হতে ২০ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিষ্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদান, ব্যাংক-বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পূরণে সহযোগিতাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ৯টা হতে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

আজকের খুলনা
আজকের খুলনা