• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় আরও ৩ জনের করোনা শনাক্ত

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

খুলনা করোনা হাসপাতালের নার্স ও রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্ন কর্মীসহসহ ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল)  রাতে খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শীলা রানী দাস, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী নাজনীন এবং নৈশপ্রহরী মামুনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শীলা রানী খুলনা করোনা হাসপাতালের (ডায়াবেটিক হাসপাতাল) নার্স ইনচার্জ।

সিভিল সার্জন আরো জানান, এর আগে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান শাহারুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার বলেন, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মীর করোনা শনাক্ত হয়েছে। তাই হাসপাতালের চতুর্থ শ্রেণির কোয়ার্টার (২) লকডাউন করা হয়েছে। এছাড়াও সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স, মসজিদ ও চতুর্থ শ্রেণির ১ নম্বর কোয়ার্টার লকডাউন করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা