• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স বিতরণ কার্যক্রম উদ্বোধন

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ জুন ২০২০  

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলনায় আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার গ্রাহকদের মাঝে আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে zoom app-এর মাধ্যমে সংযুক্ত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় zoom app-এর মাধ্যমে সংযুক্ত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

zoom app-এ আরও সংযুক্ত ছিলেন কেএমপির পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন এবং র‌্যাব-৬-এর অধিনায়ক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, কেএমপির উপ-পুলিশ কমিশনার এহসান শাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মো. ইউসুপ আলী, খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশহিসেবে খুলনা জেলার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ই-লাইসেন্সে রূপান্তরকরণের উদ্যোগ নেয়া হয়। এ ক্ষেত্রে খুলনা জেলা সমগ্র বাংলাদেশে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মতামত ব্যক্ত করেন এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আজকের খুলনা
আজকের খুলনা