• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় অতিরিক্ত দামে চাল-মাস্ক বিক্রি করায় জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

খুলনা মহানগরীতে অতিরিক্ত দামে চাল বিক্রি করায় এক দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। অপর একটি দোকানে বেশি দামে মাস্ক বিক্রি করায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে বাজার মনিটরিং করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর ও  দেবাশীষ বসাক।

ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নিউমার্কেটর কাঁচা বাজারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে চাল বিক্রির অপরাধে মো সাফিকুল ইসলাম নামের এক দোকাদারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া আহসান আহমেদ রোড এলাকায় অধিক দামে মাস্ক বিক্রির অপরাধে পুলকেশ সরকার নামের একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

আজকের খুলনা
আজকের খুলনা