• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের বৃক্ষ রোপন

আজকের খুলনা

প্রকাশিত: ৭ জুন ২০২১  

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৭ জুন) সকাল ১০টায় নগরীর খাশিপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গনে বৃক্ষ রোপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনাস্থ সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

বৃক্ষ রোপন অনুষ্ঠানের আলোচনায় মেয়র বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে তিনটি করে গাছ লাগাতে বলেছেন। পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। ছোট বয়স থাকতেই শিক্ষার্থীদের পরিবেশের গুরুত্ব অনুধাবন করতে হবে। পরিবেশের সুরক্ষায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা আম, পেয়ারা, জামরুলসহ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপন করেন। সূত্র : প্রেস রিলিজ।

আজকের খুলনা
আজকের খুলনা