• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার সব উপজেলায় অক্সিজেন সিলিন্ডার ব্যাংক চালু

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ জুন ২০২১  

খুলনা জেলার সব উপজেলায় অক্সিজেন সিলিন্ডার ব্যাংক, হাইফ্লোন্যাজাল ক্যানুলা ও ২০ শয্যাবিশিষ্ট আইসিইউ সুবিধা চালু করা হয়েছে। বুধবার দুপুরে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে চলতি বছর ৯টি উপজেলায় করোনাকালীন এবং করোনা পরবর্তী সময়ের জন্য অক্সিজেন সরবরাহে এসব সুবিধা চালু করা হয়। বেসরকারি উদ্যোগে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও আইসিইউ শয্যা চালুর উদ্যোগ এটাই প্রথম। 

অনুষ্ঠানে যুক্ত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন,  খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা।

এ প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে জেলার উপজেলা পর্যায়ে রোগীদের হাইফ্লোন্যাজাল ক্যানুলা এবং স্বয়ংক্রিয় অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা যাবে। শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ন্যাসোফ্যারিঞ্জাইটিস, ফুসফুসের নানাবিধ সংক্রমণ ও বয়স্কদের হার্ট ফেইলিওর, হার্ট অ্যাটাক, স্ট্রোক, মেটাবলিক এসিডোসিস, সড়ক দুর্ঘটনাজনিত শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যাবে।

আজকের খুলনা
আজকের খুলনা