• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার বড় বাজার বসবে হাদিস পার্কে

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব ফলপ্রসূভাবে কার্যকরকরণের লক্ষ্যে খুলনার হাদিস পার্কে বড় বাজারের কাঁচামাল, মাছ-মাংস ও ফলের দোকানসমূহ হস্তান্তরের সিদ্ধাত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আগামী শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে সেখানে বাজার বসবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক ও শারীরিক দূরত্ব ফলপ্রসূভাবে কার্যকরকরণের লক্ষ্যে খুলনার হাদিস পার্কে বড় বাজারের কাঁচামাল, মাছ-মাংস ও ফলের দোকানসমূহ হস্তান্তরের সিদ্ধাত নেওয়া হয়েছে। এছাড়া বয়রা বাজারে এ জাতীয় দোকানসমূহ হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ স্থানান্তর করা হবে। আগামী শুক্রবার থেকে সেখানে বাজার বসবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। জনসাধারণ তাদের প্রয়োজন অনুযায়ী নব-নির্ধারিত স্থানে থেকে বাজার করবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনার সবচেয়ে বৃহৎ বাজারের নাম বড় বাজার। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে পণ্য নিয়ে এখানে আসেন ব্যবসায়ীরা। সেখানে গত কয়েকদিন ধরে হাজার হাজার মানুষের ভিড়। খুলনায় যে লকডাউন চলছে তা বোঝাই যায় না। গা ঘেঁষে দাঁড়িয়ে, গাদাগাদি অবস্থায় হাঁটাচলা করে, কেনাবেচায় ব্যস্ত নারী-পুরুষ। সামাজিক দূরত্ব মেনে চলার মতো কোনো বিষয় আছে, তা সেখানে গেলে বোঝার উপায় নেই।

আজকের খুলনা
আজকের খুলনা