• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার বটিয়াঘাটার আনন্দ হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯  

খুলনার বটিয়াঘাটার আনন্দ মন্ডল হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ১০হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। রায়ের অপর ৫ আসামীকে খালাস দেয়া হয়েছে।

আজ বিকেলে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলো- প্রমোদ মন্ডল, অশোক মন্ডল, অমর মন্ডল, নির্মল ওরফে নিমাই মন্ডল, গোলক মন্ডল, রমেশ মন্ডল ,নিশাকর মন্ডল, ও বিকাশ বালা।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালের ৩০মে রাতে পূর্ব শত্রুতার জের ধরে বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া সুইস গেটের কাছে আনন্দ মন্ডল কে কুপিয়ে ফেলে রেখে যায় আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ০২জুন আনন্দ মন্ডল মারা যায়। পরদিন আনন্দ মন্ডল এর স্ত্রী দেবলা মন্ডল বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এ মামলায় ২০০৮ সালের ২০ অক্টোবর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আরিফ মাহমুদ লিটন।

আজকের খুলনা
আজকের খুলনা