• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনার ফুলতলায় শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

ঘন কুয়াশার সঙ্গে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীত আর হিমালয়ের হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে ফুলতলার জনজীবন। টানা তিনদিন সূর্যের দেখা মেলেনি ফুলতলার আকাশে। এতে করে রাতের সঙ্গে দিনেও বেড়েছে শীতের তীব্রতা।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়ে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার (২২ ডিসেম্বর) রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বর্তমানে ঘন কুয়াশা ও সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়েছে। এতে সবথেকে বেশি বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড শীতে তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারছেন না। আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বলেন, তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও ঘন কুয়াশা ও সূর্যের দেখা না মেলায় জেলায় শীত বেশি অনুভূত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে।

আজকের খুলনা
আজকের খুলনা