• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে । সোমবার রাতে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের পচা ঢালী তার নবম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করে পাশ্ববর্তী বটিয়াঘাটা উপজেলার ১৯ বছরের এক ছেলের সাথে।

রাতে ছেলে পক্ষ তাদের লোকজন নিয়ে মেয়েদের বাড়িতে হাজির। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অনুষ্ঠান। এমন সময় প্রশাসনের পক্ষ থেকে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হলেন  উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। বিনা দাওয়াতে বিয়ে বাড়িতে ইউএনও কে দেখে সবাই যেন চমকে উঠলেন। মেয়ে এবং ছেলে দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বাল্যবিয়ে বন্ধ করে দেন। এসময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না এমন মুচলেকা দেয় মেয়ের পরিবার। 

আজকের খুলনা
আজকের খুলনা