• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার জিপি গ্যাস কোম্পানীকে দশ লাখ টাকা জরিমান

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

নদী দখল করে বেজমেন্ট নির্মান ও পরিবেশ রক্ষায় শতকরা ২৫ ভাগ গাছ প্লান্ট এলাকায় না থাকার অভিযোগে দাকোপ উপজেলার জিপি গ্যাস প্লান্টকে দশ লাখ ৫০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইমরান খান আজ দুপুরে অভিযান চালিয়ে এই জরিমান করেন।

তিনি বলেন, জিপি গ্যাস ফ্যাক্টরী অবৈধভাবে নদী দখল করে বেজমেন্ট নির্মান করেছে, এছাড়া আগুন নেভানোর জন্য ৩০ ফায়ার এষ্টিংগুইশার থাকলেও সেগুলোর মেয়াদ নেই, প্লান্ট এলাকায় যে পরিমান গাছ থাকার কথা তাও নেই। এসব অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় এসব বিষয়ে জিপি গ্যাস কোম্পানী কর্তৃপক্ষ অভিযোগ গুলোর বিষয়ে কোন সদুত্তর দিতে না পারায় তাদেরকে দশ লাখ ৫০ হাজার টাকা জরিমান করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা