• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনা বিভাগে আরও ১৪ জন শনাক্ত, মারা গেছে একজন

আজকের খুলনা

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০  

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এ নিয়ে খুলনা বিভাগে ২২ করোনা রোগী শনাক্ত হলো। 

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা জানান,  গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনায় একজন, যশোরে ৪ জন, মাগুরায় একজন, নড়াইলে ৫ জন, কুষ্টিয়ায় ২ জন ও মেহেরপুরে একজন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনায় একজন মারা গেছে। পাশাপাশি ২৪ ঘণ্টায় এ বিভাগে ৫৩৩ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে দু’জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর ৫৭০ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে নড়াইলে সর্বোচ্চ ৬ জন, খুলনায় ৫ জন (একজন মৃত), যশোরে ৫ জন, কুষ্টিয়ায় দু’জন, চুয়াডাঙ্গায় একজন, বাগেরহাটে একজন, মাগুরায় একজন ও মেহেরপুরে একজন। এছাড়া এ বিভাগে এ পর্যন্ত ২২ হাজার ৬৩৪ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে একহাজার ৫১ জনকে রাখা হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর কোয়ারেন্টিন থেকে ১৫ হাজার ৭৭২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়াও ১৪৩ জনকে আইসোলেশনে রাখা হয়। এর মধ্যে ১১৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা