• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২০ অনুষ্ঠিত

আজকের খুলনা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

করোনা পরিস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২০ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উওোলন করা হয়।

বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এরপরে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভাচুর্য়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জানা যায়, ১৯৭৪ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করে, ১৯৮৬ সালে বিআইটি, খুলনা হিসেবে রূপান্তরিত হয়। পরে ২০০৩ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে বিশ্ববিদ্যালয়টি।

আজকের খুলনা
আজকের খুলনা